মোঃ আখতার হোসন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারোটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাম আজম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোলে বজ্রপাতে গোলাম আজম (১৮) নামে এক কলেজ
ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার পিতা আব্দুস সাত্তার আহত হয়েছেন।
সিরাজগঞ্জ ডক্টরস ক্লিনিকের পরিচালক লক্ষ্মী কুমার জানান,সন্ধ্যায় বৃষ্টির সময় গোলাম আজম ও তার পিতা আব্দুস সাত্তার বাড়ির পাশে খড়ের পালায় কাজ করছিলেন। এসময় বজ্রপাতে বাবা-ছেলে আহত হন। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার গোলাম আজমকে মৃত ঘোষনা করেন। আব্দুস সাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো সে শংকা মুক্ত হয়নি।