মোঃ আখতার হোসেন হিরন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদীতে ডুবে যাওয়া মোতালেব এর নিখোঁজ লাশ ব্যাপক তল্লাশী চালিয়েও ২৪ ঘন্টায় উদ্ধার করতে পারে নি ডুবুরী দল। জানা গেছে, থানার নলকা ইউপির চর ফরিদপুর গ্রামের লাল চাঁনের ছেলে আ: মোতালেব (৩০) মঙ্গলবার বেলা ২ টার দিকে সাহেবগঞ্জ হতে বাড়ি ফেরার পথে জি,আর ডিগ্রী কলেজ সংলগ্ন ফুলজোড় নদীর ফরিদপুর খেয়া ঘাটের নৌকার রশি টেনে পার হতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে খোজাখুজির পর না পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৪ টায় এসে তারা তল্লাসী অব্যাহত রাখলেও লাশটি উদ্ধার হয়নি। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আহসান হাবীব জানান, উদ্ধার অভিযানের জন্য আমরা রাজশাহীর ডুবুরী নুরনবী সহ ৪ জন ডুবুরী দল আজ বুধবার সকাল ১০ টা হতে উক্ত নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। তবে এখনও লাশটি উদ্ধার হয়নি। দীর্ঘ সময় তল্লাশী অভিযান চলতে থাকলেও মোতালেব এর লাশ না পাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।