আখতার হোসেন হিরনঃ
রমজানের এই রোজার শেষে এল খুশির ঈদ, তবে ভিন্ন আবহে
ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার সারা দেশে উদ্যাপন করা হলো পবিত্র ঈদুল ফিতর।
তবে করোনাভাইরাসের কারণে এবার ঈদ অনেকটাই ভিন্নভাবে উদ্যাপন করা হয়েছে। অন্যান্য বারের মতো এবার বাস, ট্রেন বা লঞ্চ টার্মিনালের ছিল না মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের বড় অংশ বাড়ি যেতে পারেনি। বিপণিবিতানেও বেচাকেনার কম হয়েছে।
এদিকে করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহসহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয় নাই। এই ক্ষেত্রে মুসল্লিরা জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়েছেন।শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে জানতে চাওয়া হলে,অলিদহ পশ্চিম পাড়া নতুন বাজার সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের কোষাধ্যক্ষ জনাব মোঃ আফছার আলী জানান, করোনাভাইরাস সংক্রমণের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে সারা দেশের ন্যায় আমাদের মসজিদে ২ টা জামাতের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। যার ১ ম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টা ৩০ মিনিটে এবং ২ য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টা ৩০ মিনিটে।