জয়পুরহাট টুয়েন্টি ফোর ডটকম:ব্যাপক মাত্রায় ক্ষতিকারক বা অবাঞ্ছিত মেসেজ প্রেরণের জন্য ইউজারদের বিরুদ্ধে এক কঠোর পদক্ষেপ নিল Facebook-এর মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সংস্থার মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট থেকে জানা গেছে যে, মেসেজিং অ্যাপটি আগস্ট মাসে ভারতে ২০ লক্ষেরও (২ মিলিয়ন) বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। রিপোর্ট অনুযায়ী, আলোচ্য মাসে হোয়াটসঅ্যাপ ৪২০ টি অভিযোগ পেয়েছে। জানা গেছে, স্বয়ংক্রিয় বা বাল্ক মেসেজের অননুমোদিত ব্যবহারই হল ২০,৭০,০০০ টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার পিছনে অন্যতম প্রধান কারণ।
২০,৭০,০০০ টি অ্যাকাউন্ট ব্যান করল WhatApp
হোয়াটসঅ্যাপ কমপ্লায়েন্স ডেটা অনুযায়ী, আগস্ট মাসে সংস্থাটি অ্যাকাউন্ট সাপোর্ট (১০৫), ব্যান আপিল (২২২), অন্যান্য সাপোর্ট (৩৪), প্রোডাক্ট সাপোর্ট (৪২) এবং সেফটি (১৭) সম্পর্কিত ৪২০ টি ইউজার রিপোর্ট পেয়েছে। তবে ৪২০ টি রিপোর্টের মধ্যে হোয়াটসঅ্যাপ ৪১টি অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে।
এই প্রসঙ্গে WhatsApp-এর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “এই ইউজার-সেফটি রিপোর্টে ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের বিবরণ রয়েছে এবং সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হোয়াটসঅ্যাপ এই পদক্ষেপ গ্রহণ করেছে। এটি আমাদের প্ল্যাটফর্মের অপব্যবহারের মোকাবেলায় হোয়াটসঅ্যাপের নিজস্ব প্রতিরোধমূলক পদক্ষেপ। আমাদের মূল লক্ষ্য হল অ্যাকাউন্টগুলিকে ক্ষতিকারক বা অবাঞ্ছিত মেসেজ পাঠানো থেকে বিরত রাখা। তাই যে সকল অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের মেসেজ পাঠানো হয়, সেগুলির বিরুদ্ধে অতীতেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও WhatsApp জানিয়েছিল যে তারা ৪৬ দিনের মধ্যে ত্রিশ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ইন্টারনেটের অপব্যবহার রোধ করতে এবং ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ বজায় রাখতে ১৬ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এই অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল। সেক্ষেত্রেও ইউজারদের অভিযোগের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। বরাবরই সংস্থাটি সেই সমস্ত অ্যাকাউন্টগুলির ওপর নজর রাখে যেগুলি থেকে মেসেজের হার অত্যন্ত বেশি বা অস্বাভাবিক, এবং ভারত সহ বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্মটিকে অপব্যবহারের চেষ্টা করছে এমন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। ইতিমধ্যেই ভারতে স্বয়ংক্রিয় বা বাল্ক মেসেজিং-এ জড়িত ৯৫ শতাংশেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের একটি সুরক্ষিত ও নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম উপহার দিতে সংস্থাটি যে বদ্ধপরিকর, তা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
সূত্র সংবাদ :টেকগ্রুপ ডটকম