মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলংগা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রবিন শিক্ষক, সলংগার বিশিষ্ট চক্ষু ডাক্তার উৎপল কুমার কুন্ডুর বাবা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, সলঙ্গা থানা আওয়ামীলীগের উপদেষ্টা, শিক্ষাবিদ কালিপদ কুন্ডু (৮৬) আজ মঙ্গলবার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পারিবারিক ভাবে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যকজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। কালিপদ কুন্ডু সলঙ্গা সমাজকল্যাণ সমিতি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সম্পাদক ছিলেন। আজ বিকেলে সলঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।