মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৬ আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) আজ চলে গেলেন না ফেরার দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও সদর আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য রোমানা মাহমুদ। তিনি বলেন সোমবার ভোর রাত সাড়ে ২টায় ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
কামরুদ্দিন এহিয়া খান মজলিশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ শাহজাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সেইসাথে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ বাসির নিকট দোয়া চেয়েছেন।