শাহারুল ইসলাম ফারদিন, যশোর প্রতিনিধিঃ করোনা মহামারী রোধে জীবাণু নাশক স্প্রে ও সচেতনতা সৃষ্টির লক্ষে যশোর-মাগুরা মহাসড়ক কিসমত নওয়াপাড়ায় এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিসমত নওয়াপাড়া কবর খনন ও রক্তদান সংস্থার সহযোগিতায় ও নিরাপদ পোল্ট্রি খামারী এ্যাসোসিয়েশন যশোর সদর উপজেলা সভাপতি মামুন অর রশিদের অর্থায়নে স্থাপন করা হয় এই জীবাণু নাশক স্প্রে মেশিন বুথটি ।
উদ্ধাবনী চিন্তার উদ্যোক্তা মামুন অর রশিদ জানান, বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে মানুষের অনাকাঙ্খিত মৃত্যু হচ্ছে, যশোর – মাগুরা মহাসড়ক দিয়ে চলতি করোনা পরিস্থিতির মধ্যে ও প্রতিদিন কয়েক হাজার বড় বড় যানবাহন চলাচল করে । যেগুলো করোনা হটস্পট, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আসে,আর এতে করে যশোরে করোনা ঝুঁকি ক্রমেই বাড়ছিল, তাই বিষয়টি বিবেচনা করেই উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে স্থানীয় উদ্যোমী যুবকদের নিয়ে করোনা প্রতিরোধের লক্ষে স্প্রে মেশিন বুথটি স্থাপনা করা হয়েছে, স্থানীয় অধিবাসীরা যাতে করোনা থেকে মুক্ত থাকতে পারে এটাই আমাদের প্রত্যাশা, গ্রামের কয়েকহাজার অধিবাসীদের জন্য টানেলটি উন্মুক্ত করা হয়।
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবর খনন ও রক্তদান সংস্থার সদস্যবৃন্দ ইকরামুল হোসেন,ইমন মোল্লা, ইমরান হোসেন, বাপ্পি হাসান,স্বপন প্রমুখ।