নিজস্ব প্রতিবেদকঃ
৫২’র ভাষা সৈনিক, ৭১’এর মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের অন্যতম পুরোধা রাজনৈতিক ব্যক্তিত্ব, নওগাঁ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, একুশে পরিষদ নওগাঁ -র সম্মানিত উপদেষ্টা এম এ রকীব ২৬শে জুন রাত ১২টা ৫০ মিনিটে নওগাঁ সদরে চকদেব পাড়াস্থ নিজ বাসভবন দ্বীন মঞ্জিলে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।
২৬ জুন শুক্রবার দুপুর ১২টায় নওগাঁ সদরে মুক্তির মোড় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। শ্রদ্ধা ও ফুলেল ভালোবাসা জানিয়েছেন একুশে পরিষদ নওগাঁসহ বিভিন্ন সংগঠন। ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কম্পিউনিস্ট পাটির গেরিলা বাহিনীর সদস্যরাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। তাঁর মতো উজ্জ্বল নক্ষত্র ও প্রগতিশীল মানুষ খুব কমই হয়। যে কোনও মানুষ চলে গেলেই শূন্যতা তৈরি হয়। এম এ রকীবের শূন্যতা পূরণ হবার নয়। তাঁর বিকল্প হবে না। অনেক অনেক বছর এম এ রকীব আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তাঁর জানাজার নামাজ অদ্যই জুম্মার নামাজের পর স্থানীয় নওজোয়ান মাঠে সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্তভাবে তাঁর জীবনের ওপর আলোচনা করেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের নওগাঁ সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার গোলাম সামদানি, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, নওগাঁ পৌরসভার কাউন্সিলর হাসান ইমাম তমাল, ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কম্পিউনিস্ট পাটির গেরিলা বাহিনীর আনোয়ার হোসেন, সিপিবির সভাপতি অ্যাড. মহসীন রেজা।
পরে তাঁকে সেখানেই তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন। পরে নওগাঁ কবরস্থানে দাফন সম্পন্ন হয়।