মাহফুজার রহমান মাহফুজ
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫১৬০ জন গরীর-অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ইউনিয়নটির ৫১৬০ জন গরীব- অসহায় মানুষের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন ইউনিয়নটির চেয়ারম্যান লুৎফর রহমান বাবু।
আসন্ন ঈদ উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নটির ট্যাগ অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল হক মন্ডল,ইউপি সচিব সাজেদুল হক,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাবুব লিটু,ইউপি সদস্য মাইদুল হক প্রমুখ।