প্রদীপ অধিকারী: পাঁচবিবির বাগজানায় প্রধানমন্ত্রীর দেওয়া জি,আরের ৫০০ জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রদান করা হয়। ৩ মে সোমবার সকাল ১১ টায় পাঁচবিবি উপজেলার ১নং বাগজানা ইউনিয়ন পরিষদে এই টাকা প্রদান করেন বাগজানা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি ট্যাগ অফিসারের পক্ষে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা গোলাম রব্বানী, বাগজানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) কাউছার আলী, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (২) আরিফ হোসেন সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যা ও স্থানীয় সাংবাদিক প্রদীপ অধিকারী, দুলাল অধিকারী প্রমুখ।