প্রদীপ অধিকারীঃ দীর্ঘ ৪ টি বছর ধরে ভিক্ষা বিত্তি করে জীবন সংগ্রাম চালতো পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কেওর্তা বালিয়াপাড়া গ্রামের অসহায় দরিদ্র ও ভুমিহীন মৃত কাজো মিয়ার স্ত্রী জোবেদা বেওয়া।তার এই ভিক্ষা বৃত্তির ইতি টানলেন গরিব দুঃখী অসহায়দের পাশে দাড়ানো সংগঠন মানবিক সংগঠন মানবতার দেওয়াল।
২৫ শে জুলাই দুপুরে জোবেদা বেওয়ার হাতে আর্থিক অনুদান প্রদান করে দীর্ঘ ৪ বছরের ভিক্ষা বৃত্তির অবসান ঘটালেন এই সংগঠনের প্রতিষ্ঠতা দেওয়ান রাসেল।
জানা গেছে পুর্ব থেকেই জোবেদা বেওয়ার স্বামী কাজো মিয়ার কোন জমি জায়গা ছিলনা, অন্যের জমিতে ঝুপড়ি ঘর করে কোন রকমে দিন সংসার চালিয়ে আসতো, তাদের ঘরে দুটি মেয়ে সন্তানও ছিল ,এমতবস্থায় ১৩ বছর আগে স্বামী কাজো মিয়া মারা যায়, তখন থেকে জোবেদা পরের বাসা বাড়িতে ঝি এর কাজ করে সংসার চালিয়ে ২ মেয়ে কে বিয়ে দেন, এখন জোবেদার বয়স হয়েছে পরের বাসা বাড়িতে ঝি এর কাজ করতে পারেনা , প্রতিবেশীরাও আর ডাকেনা কাজের জন্য জোবেদাকে, সুতরাং বাধ্য হয়ে এই বয়স নিয়ে ভিক্ষা বৃত্তি পেশায় নেমে পরে। জোবেদার এই করুন পরিস্থিতির কাহিনী মানবতার দেওয়াল সংগঠনের প্রতিষ্ঠতা দেওয়ান রাসেলের নজরে আসে, দেওয়ান রাসেল তাৎক্ষনিক ছুটে যায় জোবেদার ঝুপড়িতে সংগে নিয়ে যান কিছু চাউল ডাল , তখন জোবেদা দেওয়ান রাসেলের নিকট অঙ্গিকার করে কিছু অর্থ সহযোগীতা পেলে সে আর ভিক্ষা বৃত্তি করবেনা, এরই ধারাবাহিকতায় ২৫ শে জুলাই শনিবার দুপুরে মানবতার দেওয়ালের প্রতিষ্ঠতা দেওয়ান রাসেল কিছু আর্থিক অনুদান নিয়ে মোহম্মদপুর ইউনিয়নের কেওর্তা গ্রামের জোবেদার ঝুপড়ি ঘরে গিয়ে আর্থিক অনদান জোবেদার হাতে তুলে দেন, এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন আলম, মানবতার দেওয়ালের প্রতিষ্ঠতা দেওয়ান রাসেল, মানবতার সংগঠক মামুনুর রশিদ, সৌউদ হাসান, মোরছালিন, সাংবাদিক বাবুল হোসেন, ও ইদ্রিস আলী।