নওগাঁ প্রতিনিধি: উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চুড়ান্ত ফলাফলে সকল প্রকার কোটা ও সরকারী
সকল বিধি বিধান না মানায় পদ বঞ্চিত প্রার্থীদের প্যানেল নিয়োগের দাবীতে
নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের মুক্তির মোড় এ
কর্মসূচী পালন করেন জেলার পদ বঞ্চিত প্রার্থীরা।
এতে বক্তব্য রাখেন বৈষম্যের স্বীকার ও পদ বঞ্চিত জেলা কমিটির আহবায়ক রাজু
আহমেদ, যুগ্ম আহমেদ আবু জাফর ও সামসুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ এর লিখিত ও ভাইবা
পরীÿায় অংশ গ্রহণকারীদেরকে ১১তম গ্রেডের এবং সকল প্রকার কোটা ও সরকারী
সকল বিধি বিধান মানা হবে। কিন্তু কোন কোঠা মানা হয়নি। প্রতিটি জেলায়
প্যানেল নিয়োগ না দিয়ে বৈষম্যের স্বীকার করেছেন। তাই সরকারের কাছে বিনীত
অনুরোধ বৈষম্যের স্বীকার না করে প্রতিটি জেলায় কোটা ভিত্তিক প্যানেল
নিয়োগের দাবী জানান। পরে প্রধান মন্ত্রীর নিকট জেলা প্রশাসক বরাবর স্মারক
লিপি প্রদান করেন তারা।