প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
করোনা মহামারিতে, মৃত্যু ঝুঁকি কমাতে, ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড’ প্রতিষেধক হিসাবে “আর্সেনিক এলবাম”৩০ শক্তির ঔষুধটি সিলেক্ট করে, জন স্বার্থে পাবলিস করেছেন।
সম্প্রতি কিছু লোক, দুটি ঔষধ হাতে নিয়ে আমার কাছে জানতে আসে, ঔষুধ দুটি কিভাবে খাব ,
সেখানে দেখলাম তাদের হাতে দুটো ঔষুধ, একটি আর্সেনিক এলবাম ৩০, অপর টি ক্যাম্ফর।
(ক্যাম্ফর হচ্ছে আর্সেনিকের ক্রিয়ানাশক।)
আর্সেনিক দেয়া হচ্ছে যাতে রোগ না হয় সে জন্য,
আর এর পর যদি ক্যাম্ফর সেবন করে, তাহলে-তো ‘আর্সেনিক এলবাম ৩০’ এর ক্রিয়া নষ্ট হয়ে যাবে, খাওয়ার এক সপ্তাহ পরে যদি ঐ ঔষুধের ক্রিয়া
না থাকে, তাহলে তো আক্রান্তের ঝুকি রয়েই গেল, সেক্ষেত্রে হোমিও ঔষুধের বদনাম হবে।
তাই, সকলের অবগতির জন্য বলছি- যারা না জেনে ক্যাম্ফর নিয়েছেন, দয়া করে খাবেন না। হোমিও বোর্ড আপনাকে শুধু ‘আর্সেনিক এলবাম ৩০’ খেতে বলেছে, ক্যাম্ফর নয়।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে লক্ষন অনুযায়ী অন্যান্য ঔষধ আসতে পারে, কিন্তু প্রতিষেধক হিসেবে শুধু মাত্র ‘আর্সেনিক এলবাম ৩০’
ডা.আঁখি আহম্মেদ ।