জয়পুরহাট টুয়েন্টি ফোর ডটকম :
জয়পুরহাট থানার পুলিশ কর্তৃক ছিনতাইকৃত ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা সহ ০৩ জন ছিনতাইকারী ও ০১ জন চিহ্নিত সন্ত্রাসী ধারালো ছোড়া ও মাদকসহ গ্রেফতার। গত ইং ২২/০৫/২০২২ তারিখ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জামালগঞ্জ এজেন্ট শাখায় ম্যানেজার মোঃ আবুল হোসেন (৫২), জামালগঞ্জ এজেন্ট শাখার লেনদেনের নিমিত্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জয়পুরহাট শাখা হইতে ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা নিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সকাল অনুমান ১১.১০ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন জামালপুর ইউপির অন্তর্গত চান্দা গ্রামস্থ চান্দা ব্রীজের আগে পাকা রাস্তায় পৌছা মাত্র ০২ টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ০৬ জন ছিনতাইকারী বাদীর মোটরসাইকেল সামনে গিয়ে গতিরোধ করে ধারালো ছুরি দ্বারা প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় বাদীর কাঁধে ফোল্ডিং ব্যাগে থাকা নগদ ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে মটর সাইকেলসহ পালানোর চেষ্টাকালে রাস্তায় চলাচলরত লোকজদের সহায়তায় জয়পুরহাট থানার এসআই উজ্জ্বল মিয়া , সঙ্গীয় টহল অফিসার এসআই বেলাল উদ্দিন ও তাহার ফোর্সদের সহায়তায় ছিনতাইকারী জামিউল ইসলাম @ মিন্টু (৪০), মিন্টুকে ০১ টি ছুরি সহ গ্রেফতার করা হয়। অপর ছিনতাইকারী মোঃ শামসুজ্জোহা @ জোহা (৩১), কে ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা সহ গ্রেফতার করা হয়। এছাড়া ঘটনাস্থলে পলাতক আসামীগনদের ফেলে ০৩ টি ধারালো ছুরি এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণ আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা, হাকিমপুর থানা, বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা রহিয়াছে।