শাহীন মন্ডল,উলিপুর,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে পানিবন্দি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত ৩’শ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান।
বুধবার(১৫ জুলাই) দুপুরে ৩’শ পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাউল,১ কেজি মুসুর ডাল,১ কেজি লবন,১ কেজি চিড়া ও আধাকেজি চিনি প্রদান করা হয়।এছাড়াও ৪’শ ৫০ জনকে একটি করে মাস্ক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কাদের, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সিরাজউদ্দৌলা, হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ।