কুষ্টিয়ার ভেড়ামারার পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
রিপোর্টারের নাম
/ ১৯৭
বার
আপডেট সময়
সোমবার, ৯ নভেম্বর, ২০২০
শেয়ার করুন
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার ক্ষেমিরদিয়ার বিশ্বাস পাড়া গ্রামে আজ সোমবার সকালে পানিতে ডুবে বৈশাখী নামে ২ বছর বয়সী একশিশুর মৃত্যু হয়েছে। বিন্থিয়া ওরয়ে বৈশাখী ঐ এলাকার বাবুল হোসেনের মেয়ে। সরেজমিনে পারিবারিক সূত্রে জানা যায় সকাল ৯টার দিকে বিন্থিয়া ওরফে বৈশাখী বাড়ি থেকে বের হয়ে একা একা বাড়ির পিছনে নদীর দিকে যায়। ঢালু স্থানে পিছলে সে পানিতে পড়ে ডুবে যায়। মেয়ে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ীর পিছনে নদীর ধারে খেলনা হাঁড়ি দেখতে পেয়ে সন্দেহ হলে পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ৩ ভাইবোনের মধ্যে বৈশাখী সবার ছোট। বাদ আছর শিশুটির লাশ ক্ষেমিরদিয়ার গোরস্থানে জানাজা নামাজ শেষে দাফন করা হয়। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।