কুষ্টিয়া প্রতিনিধি ::
কুষ্টিয়ার ভেড়ামারাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি অফিস চত্বরে বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শায়খুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ।
কৃষি অফিস জানায়, খরিপ -২/ ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্প ও দীর্ঘ মেয়াদি সবজি উৎপাদনের লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ১২ প্রজাতির শাক ও সবজির বীজ বিতরণ করা হয়। এতে প্রতি কৃষককে লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, মুলা ১০০ গ্রাম, শষা ৩ গ্রাম, লাউ ৩ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিমের বীজ ৫০ গ্রাম করে প্রদান করা হয়েছে।
বীজ পেয়ে কৃষকরা জানান, বিনামূল্যে উন্নত মানের বীজ পেয়েছি। সরকার আমাদের মত কৃষকদের কথা ভেবে এমন প্রণোদনা দিয়ে আবারও প্রমাণ করল বর্তমান সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর এই প্রণোদনা আমাদের কষ্টের অনেকটা লাঘব করবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।