আব্দুল মজিদ মল্লিক আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সারা গ্রামের স্বামী কর্তৃক শারিরীক নির্যাতের শিকার ভুক্তভোগী মোছাঃ মিতু খাতুন কে প্রাথমিক চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ৫ ই মে আত্রাই ব্র্যাক অফিস কার্যালয়ে যথাযথ করোনা স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে সিইপি উপজেলা প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্র্যাক আত্রাই শাখার হিসাব রক্ষক অফিসার মোঃ জুবায়ের হোসেন প্রমুখ। উল্লেখ্য ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আত্রাই উপজেলার ০৮টি ইউনিয়নের ৩০টি গ্রামে প্রায় ১৫০০ জন পল্লী সমাজ সদস্যদের ও অনান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজের সাথে লিংকেজ করে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে।