ঘটনাটি শুক্রবার দুপুরে উপজেলার বাহাদুরপুর (মাঝগ্রাম) এ ঘটেছে।
এতে ঐ গ্রামের বাদেশ প্রামানিকের ছেলে মো. বাচ্চু-৩৫ মারা গেছে এবং আতিলালের ছেলে আহাদ-৬৫ আহত হয়েছে। জানা যায়, চোরের হাত হতে মাছধরা ঠেঁকাতে বিদ্যুতের লাইনের তার গোপনে পুকুরের মধ্যে দিয়ে রাখে মালিক মৃত বাচ্চু। ঐ তারের সুইচ বন্ধ না করে মনের ভুলে পুকুরে মাছের খাদ্য দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়, ডাকাডাকি করলে আহাদ সুইচ বন্ধ করে মৃত বাচ্চুকে বাঁচাতে গেলে সেও আহত হয়। খবরব পেয়ে প্রতিবেশিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষনা করেন।
আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।