সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি :নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ জেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারন সম্পাদক
মোঃ ইসরাফিল আলম এমপির দ্রুত সুস্থতায় রোগমুক্তি কামনায় আত্রাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (২২ই জুলাই) সকাল ১০.৩০ মিনিটে আত্রাই উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন টগর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ উত্তাল মাহমুদ এর সঙ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপির দ্রুত সুস্থতা কামনায় এবং সেই সাথে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ দেশবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষায় দোয়া খায়ের করা হয়েছে।
গত ৫ জুলাই নওগাঁ-০৬ (আত্রাই-রানীনগর) এর সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি অসুস্থ হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা উন্নতি হলে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় অবস্থান করেন।
পরে আবারও তিনি গত (১৮ জুলাই) সন্ধায় অসুস্থ হলে পুনরায় তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি আত্রাই-রাণীনগরের জনসাধারণ সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে এমপি ইসরাফিল আলম এর কর্মময় জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন -আত্রাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল জব্বার, সহ-সভাপতি মোছাঃ রোকসানা পারভীন শিলা, সহ-সভাপতি মোঃ আজাহার আলী।
এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খন্দকার আব্দুল মালেক, কোষাধক্ষ্য মোঃ কাজী রহমান,
সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন মন্ডল,মোঃ রেজাউল করিম, মোঃ তানজিল আহমেদ সুমন, মোঃ আতিকুর রহমান রিপন, মোঃ সোহেল হোসেন রানা প্রমুখ ।
দোয়া পরিচালনা করেন আত্রাই উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও আত্রাই মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষা সচিব আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুল বাকী।