মোঃ আখতার হোসেন হিরন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: স্বপ্ন তাদের আকাশ ছোয়া। শিশু বায়েজিদ ও আসিফকে পুরাতন পরিত্যক্ত কাঠ দিয়ে ব্যাট বানিয়ে দিচ্ছে দাদা আজগর আলী। দাদা-নাতীর ক্রিকেট খেলার ব্যাট বানানোর এমন অভাবনীয় দৃশ্য আমিরুল আজাদ আমির ক্যামেরা বন্দী করেন। পরে সেটা গতকাল ICC – International Cricket Council ভেরিফাই পেজে ছবিটি আপলোড করেন৷ যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাতীদের আবদার রক্ষা করতে এভাবেই ব্যাট বানিয়ে দেন বৃদ্ধ দাদা। গতকাল শনিবার (৩১ অক্টোবর) সেই ভাইরাল ছবি ফেসবুকে দেখেন,মানবতার ফেরিওয়ালা শাহজাদপুরের সাংবাদিক মামুন বিশ্বাস ও লোকমান হোসেন। ফেসবুকের ঠিকানা মোতাবেক আজ রবিবার (১ নভেম্বর) সকালে চলে আসেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামে। দেখা হয় শিশু বায়েজিদ ও আসিফ এর সাথে। কথা হয় বৃদ্ধ দাদার সাথে। পুরাতন কাঠ দিয়ে ব্যাট বানিয়ে এমন উৎসাহ আর ক্রিকেট খেলায় উদ্বদ্ধ করায় ধন্যবাদ জানানো হয় দাদাকে। বলা হয় আগাম ভবিষ্যতে যেন ওরা বিশ্বের সেরা ক্রিকেটার হয়। পরে তাদের দুইজনের হাতে তুলে দেয় ব্যাট, জার্সি,বল, কেস। আর বৃদ্ধ দাদার জন্য পাঞ্জাবি ও লুঙ্গি তুলে দেন মামুন বিশ্বাস। শুধু তাই নয়, আগামী দিনের স্বপ্ন বায়েজিদ ও আসিফের সাথে ক্রিকেট খেলায় মেতে উঠেন সাংবাদিক মামুন বিশ্বাস। ক্রিকেট পাগল শিশু বায়েজিদ ও আসিফ সকাল বিকাল প্রতিনিধিকে জানান, ক্রিকেট খেলাকে খুব ভালবাসি। অবশেষে আমাদের খেলার ছবি ভাইরাল হওয়ায় মামুন ভাই আমাদেরকে ক্রিকেট সামগ্রী উপহার দেয়ায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। সেইসাথে সকলের কাছে দোয়া চাই যেন বড় হয়ে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলায় দেশ বরেণ্য হয়ে বিশ্বের সেরা হতে পারি।