মোঃ আখতার হোসেন হিরন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : আজ (২৯ এপ্রিল ২০২১) রোজ বৃহঃপ্রতিবার সলঙ্গায় অলিদহ গ্রামের সবচেয়ে বয়জেষ্ঠ্য মুরুব্বী মৃত মগরব আলী প্রাং এর ২য় ছেলে আজাহার আলী প্রাং (১৩০+) এর নামাজে জানাজা বাদ যোহর সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ পাঁচপীর কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এব্যাপারে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আফছার আলী বলেন, আজ সকাল ৯টার দিকে অলিদহ উত্তর-পশ্চিম পাড়ার আমার নানা আজাহার আলী প্রাং তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে——রাজেউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু নাতী,নাতনী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আফছার আলী এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন। তার নানার পক্ষ থেকে আফছার আলী দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতের সুমহান আসন দান করেন।