প্রদীপ অধিকারীঃ আষাঢ়ে নেমেছে বর্ষার পদধ্বনী, প্রতিটি দিন বা রাত্রী লেগেই আছে বৃস্টি কখনো হালকা, কখনো ভারী বর্ষনে শহর থেকে গ্রামাঞ্চলের সর্ব শ্রেনী পেশার মানুষ অতি বৃস্টির কারনে আজ বিপযস্ত। প্রতি বছরের ন্যায় এবার বৃস্টি শুরু হয়েছে সেই চৈত্র মাস থেকে, আষাঢ়ে এসে বৃস্টিপাতের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, ঘর হতে কখনো বেড় হতে পারছেনা লোকজন, কারন ঘরে যে বৃস্টি প্রতিরোধের জন্য এক খানা ছাতা ছিল সেটিও নষ্ট, নতুন ছাতা ক্রয় করতে গেলে প্রকার ভেদে ২০০ থেকে ৫০০ টাকা মুল্য যা ক্রয় ক্ষমতার বাইরে নিম্ন আয়ের মানুষের, ফলে বৃস্টি একটু ছাড় দিলেই পুরাতন ছাতা মেরামত করতে ছুটে যাচ্ছে শহর বা গ্রামাঞ্চলের হাট বাজারের ফুট পাতে বসা ছাতা মেরামতকারীদের নিকট এ জন্য এই বর্ষায় ব্যাস্ত সময় পার করছে ছাতা মেরামতকারীরা। বাগজানা গ্রামের ছাতা মেরামতকারী নবির উদ্দিন বলেন, বছরে এই বর্ষার মাস আমাদের পেশা টি ভাল চলে ,প্রতিদিন ১০/১৫ টি ছাতা মেরামত করলে আয় হয়, ৪০০/৫০০ টাকা এ দিয়ে মোটামুটি সংসার চলে, বর্ষা চলে, বাকি মাস গুলো একটু কষ্টের মধ্যেই যায়।